ফুলের সুবাস নিতে কে না চায়! পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা ফুলকে ভালোবাসে না।
অনেকেই ফুলকে ভালোবেসে এর ঘ্রানকে নাকে টেনে নেয়। অনেকে আবার ফুলকে চুমু খেতেও ভালোবাসে। আর এ চুমু খাওয়ার জন্য মানুষকে ঠোঁট এগিয়ে দিতে হয়। কিন্তু অদ্ভুত হলেও মজার বিষয় হচ্ছে পৃথিবীতে এমন একটি ফুলও আছে যে কিনা নিজেই চুমু খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে আছে। ফুলটিকে দেখলে মনে হবে চুমু খাওয়ার জন্যই অপেক্ষায় আছে সে। লেখাটি পড়ে অনেকেই হয়ত অবিশ্বাস করতে পারেন। কিন্তু বাস্তবেই এ ধরনের ফুলের অস্তিত্ব আছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, কোস্টারিকা, পানামা এবং ইকুয়েডরে এ ধরনের ফুল সবচেয়ে বেশি দেখা যায়।
উৎসঃ ইন্টারনেট
এই ফুলটির বৈজ্ঞানিক নাম Psychotria elata। এটি Rubiaceae পরিবারের সদস্য। এই ফুলটিকে স্থানীয়ভাবে হুকারস লিপস, হট লিপস, রাঙা ঠোঁট, লাল ঠোঁট, চুমু ফুল (Kiss Lips Flower) ইত্যাদি নামে ডাকা হয়। তবে এখানেও একটি মজার বিষয় আছে, উদ্ভিদের যে অংশটিকে চুমু ফুল বলে ডাকা হয় সেটি আসলে ফুলের মূল অংশ নয়, এটি মূলত উদ্ভিদের রূপান্তরিত অসংযত পাতা (Extravagant leaves) যার মধ্যে থেকে বের হয় এর আসল ফুলটি। এর অসংযত পাতা দুটি দেখতে টকটকে লাল, তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো হালকা কমলা রঙেরও হয়ে থাকে। এগুলোকেই দেখতে লিপিস্টিক মাখা ঠোঁটের মতো হয়। পরবর্তীতে এই ঠোঁটাকৃতির ভেতর থেকে বের হয়ে আসে আসল ফুলটি। তখন আর এটিকে দেখতে ঠোটের মত থাকে না। এর ফুলগুলোর রঙ হয় সাদা এবং দেখতে অনেকটা গোখরা সাপের মুখের ভেতর থেকে বের হওয়া জিহ্বার মত।
উৎসঃ ইন্টারনেট
চুমু ফুল শুধুমাত্র এর সৌন্দর্যের জন্যই নয় বরং এর ভেষজ গুণের জন্যও সমাদৃত। অনেকের মতেই উদ্ভিদটিতে রয়েছে এন্টিমাইক্রোবিয়াল ও এন্টি-ইনফ্লেমাটরি গুনাগুন। দক্ষিন আমেরিকার আদিবাসীদের মধ্যেও উদ্ভিদটি এর ঔষধি গুনাগুনের জন্য বেশ জনপ্রিয়। তারা সর্দি, কাশি, সাপের কামড় ও বিভিন্ন ধরনের চর্ম রোগের চিকিৎসার জন্য উদ্ভিদটিকে ব্যাবহার করে থাকেন। এই উদ্ভিদের প্রায় সকল অংশই ইথনোমেডিসিন তৈরিতে ব্যাবহৃত হয়।
উৎসঃ ইন্টারনেট
তথ্যসূত্রঃ
1. Borhidi, A. (September 2011). “Transfer of the Mexican species of Psychotria subgen. Heteropsychotria to Palicourea based on morphological and molecular evidences”. Acta Botanica Hungarica. 53(3–4): 241–250. doi:10.1556/ABot.53.2011.3-4.4.
2. Huettmann, Falk (2015). “Conservation Research in the Cloud Forest of Central America with Lessons from Maderas Volcano, Ometepe, Nicaragua: A First-Person Narrative About Very Tough Fieldwork, Unfinished Data, and Climate Justice While Running Out of Time”. Central American Biodiversity. pp. 419–433. doi:10.1007/978-1-4939-2208-6_17. ISBN 978-1-4939-2207-9.
3. “The Psychotria Elata Plant is More Than Just a Resemblance of Kissable Lips. Here are 10 Reasons Why”. Zane’s World.
4. Guzmán Q, J. Antonio; Cordero, Roberto A. (2016). “Neighbourhood structure and light availability influence the variations in plant design of shrubs in two cloud forests of different successional status”. Annals of Botany. 118 (1): 23–34. doi:10.1093/aob/mcw078. PMC 4934397. PMID 27245635.
5. Taylor, Charlotte M. (2008): PalicoureaAubl. (Rubiaceae: Psychotrieae). Version of 2008-APR-04.
6. Carvalho Junior, Almir; Vieira, Ivo; Carvalho, Mario; Braz-Filho, Raimundo; S. Lima, Mary; Ferreira, Rafaela; José Maria, Edmilson; Oliveira, Daniela (11 January 2017). “13C-NMR Spectral Data of Alkaloids Isolated from Psychotria Species (Rubiaceae)”. Molecules. 22(1): 103. doi:10.3390/molecules22010103. PMC 6155581. PMID 28085077.
7. Félix-Silva, Juliana; Silva-Junior, Arnóbio Antônio; Zucolotto, Silvana Maria; Fernandes-Pedrosa, Matheus de Freitas (2017). “Medicinal Plants for the Treatment of Local Tissue Damage Induced by Snake Venoms: An Overview from Traditional Use to Pharmacological Evidence”. Evidence-Based Complementary and Alternative Medicine. 2017: 1–52. doi:10.1155/2017/5748256. PMID 28904556.
8. International Union for Conservation of Nature (IUCN) (2008): [www.iucnredlist.org 2008 IUCN Red List of Threatened Species].
9. Coe, Felix G.; Anderson, Gregory J. (January 2005). “Snakebite ethnopharmacopoeia of eastern Nicaragua”. Journal of Ethnopharmacology. 96 (1–2): 303–323. doi:10.1016/j.jep.2004.09.026. PMID 15588683.
10. Moynul Islam et al. (2020). A Survey of Medicinal Plants Used by Traditional Healers and Indigenous People of Shariatpur District, Bangladesh. J. of Advanced Botany and Zoology, V7I4.05. DOI: 10.5281/zenodo.3841153.