ন্যাচারইনফোঃ ন্যাচারইনফো এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদেরকে সাক্ষাৎকার দেবার জন্য ধন্যবাদ। প্রথমেই আপনার সম্বন্ধে আমাদের একটু বলুন।
ড. শামীম হোসেনঃ প্রথমেই আপনাদের ধন্যবাদ আমাকে সাক্ষাৎকারে মনোনীত করার জন্য, সেই সাথে ধন্যবাদ ন্যাচারইনফো এর সকল পাঠক ও সংশ্লিষ্ট সকলকে। আমি ড. মোঃ শামীম হোসেন, গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার জন্মস্থান টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ী উপজেলায়।
ন্যাচারইনফোঃ কে আপনাকে প্রাণী বিজ্ঞানী হতে উৎসাহিত করল?
ড. শামীম হোসেনঃ আমার প্রাণিবিজ্ঞানী হওয়াটা অনেকটা কাকতালীয়। এর পিছনে আমার মেন্টর এবং বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ডঃ মোঃ রুহুল আমীন স্যারের অবদান অনস্বীকার্য। তিনি আমাকে প্রাণিবিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার জন্য উদ্বুদ্ধ করেছিলেন।
ন্যাচারইনফোঃ কীটপতঙ্গ নিয়ে আপনার গবেষণা সম্বন্ধে আমাদের কিছু বলুন।
ড. শামীম হোসেনঃ আমি এ বছরই দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কীটপতঙ্গের শ্রেনীবিন্যাসের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেছি। আমি সেখানে গবেষণারত অবস্থায় পাতাফড়িং পোকার (Leafhopper) নতুন ১টি গণ ও ১৩টি প্রজাতি আবিষ্কার করি এবং ২৫টি এমন প্রজাতি চিহ্নিত করি যেগুলো কোরিয়ার প্রাণিবৈচিত্র তালিকায় নতুন সংযোজন হয়েছে। এ পর্যন্ত কীটপতঙ্গের উপর আমার ২৫টি গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও আমি ২০১৬ ও ২০১৮ সালে ‘এন্টোমোলজিকাল সোসাইটি অব কোরিয়া’ এবং ২০১৭ সালে ‘দ্যা ক্লিনিক্যাল প্ল্যান্ট সাইন্স সোসাইটি’ কর্তৃক শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা অর্জন করেছি। বর্তমানে আমার তত্ত্বাবধায়নে ৫জন তরুণ গবেষক কাজ করছে।
ন্যাচারইনফোঃ জীব বৈচিত্র্য সংরক্ষণে কীটপতঙ্গ গবেষণার এর ভুমিকা।
ড. শামীম হোসেনঃ পৃ্থিবীর প্রাণিকূলের মধ্যে কীটপতঙ্গের সংখ্যা সর্বাধিক। অনিষ্টকারী পোকা দমন, পরাগায়ণ, মধু উৎপাদন, রেশম ও লাক্ষা চাষ, ঔষধের উপাদানসহ নানাবিধ কাজে কীটপতঙ্গের অবদান অপরিসীম। তাই জীব বৈচিত্র সংরক্ষণে কীটপতঙ্গ গবেষণার গুরুত্ব অনেক।
ন্যাচারইনফোঃ আপনার আবিষ্কৃত কীটপতঙ্গের নতুন গণটি সম্পর্কে আমাদের কিছু বলুন।
ড. শামীম হোসেনঃ আমার নতুন আবিষ্কৃত এই গণটি (Koreoneura gen. nov.) Typhlocybinaeউপগোত্রের পাতাফড়িং গুলোর মধ্যে আকারে সবচেয়ে বড় এবং এদের প্রজনন অঙ্গের অভ্যন্তরীণ গঠন অরীয়। যার ফলে অন্যান্য গণ থেকে এদেরকে সহজেই আলাদা করা যায়। এই গণ সম্পর্কিত গবেষণা প্রবন্ধটি প্রকাশের জন্য অপেক্ষমাণ রয়েছে।
ন্যাচারইনফোঃ আপনি কীটপতঙ্গের অনেকগুলো নতুন প্রজাতি আবিষ্কার করেছেন, অতি সম্প্রীতি তা নামকরা জার্নালে প্রকাশ হয়েছে অভিনন্দন আপনাকে। এই প্রজাতিগুলো নিয়ে আমাদের পাঠকদেরকে যদি কিছু বলতেন।
ড. শামীম হোসেনঃ আমার আবিষ্কৃত ১৩টি নতুন প্রজাতির মধ্যে ৫টি প্রজাতির উপর ৩টি গবেষণা প্রবন্ধ Zootaxa জার্নালের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এদের মধ্যে ২টি প্রজাতি Limassollaগণের, আরো ২টি প্রজাতি Empoasca গণের এবং অন্যটি Ziczacella গণের অন্তর্ভুক্ত। এছাড়া অন্যান্য প্রজাতিগুলো প্রকাশের জন্য অপেক্ষমাণ রয়েছে।
ন্যাচারইনফোঃ কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বাংলাদেশে কীটপতঙ্গ নিয়ে গবেষণা করতে গিয়ে?
ড. শামীম হোসেনঃ বাংলাদেশে কীটপতঙ্গের প্রজাতিসমূহের কোন পূর্ণাঙ্গ তালিকা নেই। এছাড়া এধরনের গবেষণায় অর্থায়ন যথেষ্ট অপ্রতুল। এবং বিজ্ঞানীদের মাঝে এই বিষয়ে গবেষণার আগ্রহের কমতি রয়েছে বলে আমি মনে করি।
ন্যাচারইনফোঃ এই সমস্যা গুলো সমাধানে আপনার মতামত দিন।
ড. শামীম হোসেনঃ বাংলাদেশে শীঘ্রই কীটপতঙ্গের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা জরুরী। এই ধরনের গবেষণায় সরকারি ও অন্যান্য অর্থায়নকারী দেশী বিদেশিসংস্থার এগিয়ে আসাটা জরুরী। এছাড়াও এধরনের গবেষণার জন্য তরুণ গবেষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ন্যাচারইনফোঃ তরুণ শিক্ষার্থী যারা কীটপতঙ্গ বিষয়ে গবেষণা করতে চায় তাদের জন্য আপনার কোন পরামর্শ বা বক্তব্য কি?
ড. শামীম হোসেনঃ তরুণ শিক্ষার্থীদের কীটপতঙ্গ গবেষনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নতুন প্রজাতি আবিষ্কার ও জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক লেখাপড়া ও গবেষণায় মনোনিবেশ করতে হবে।
প্রকাশিত আর্টিকেলঃ Two new species and two newly recorded species of the subgenus Empoasca Walsh from Korea (Hemiptrea: Cicadellidae: Typhlocybinae)
Taxonomic revision of the microleafhopper genus Limassolla Dlabola from Korea (Hemiptrea: Cicadellidae: Typhlocybinae)
Taxonomic revision of the microleafhopper genus Ziczacella Anufriev 1970 from Korea (Hemiptera: Cicadellidae: Typhlocybinae)