মানুষই কেবল একমাত্র প্রাণী নয়, যারা সংক্রামক ব্যাধি হলে  সামাজিক দূরত্ব বজায় রাখে। সম্প্রতি দুটি গবেষণায় দেখা গেছে vampire bat অর্থাৎ বাদুরও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে। তাদের কলোনির কোন সদস্য সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হলে সে নিজেই কলোনির অন্য সদস্য থেকে আলাদা থাকা শুরু করে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলেছেন বাদুর প্রাণীদের মধ্যে extremely social!

এই বাদুর়গুলো কেবল তাদের আত্মীয়দের সাথেই দৃঢ় সম্পর্ক তৈরি করে না, বরং তাদের কলোনির অন্যান্য সদস্যদের সাথেও গ্রুমিং এবং খাবার-ভাগাভাগির মাধ্যমে সম্পর্ক তৈরি করে। বাদুরের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সামনে শীতকাল এবং মৌসুম পরিবর্তনের সময়। একই সাথে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে যেটা ভয়াবহ আকার লাভ করতে পারে। তাই সকলের উচিত এখন থেকেই সতর্ক হওয়া এবং সামাজিক দূরত্ব বজিয়ে রেখে চলা।

Source: https://www.newscientist.com/article/2242385-vampire-bats-practise-social-distancing-when-they-feel-ill/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here