আপাং || নিরীহ আগাছাটি আগাগোড়া ঔষধিগুণে ভরা

0
2121

বিলায়হাঁচড়া/ আপাং/ চিরচিরে/ সিসা গন্ধ/ উপুতলেংগা (Prickly-chaff flower)

নিতান্তই সাদামাটা ধরনের গাছ আপাং। দেশের সর্বত্র পতিত স্থানে জন্মে। কিন্তু এই নিরীহ আগাছাটিই আগাগোড়া ঔষধিগুণে ভরা। এ গাছের মূল, কাণ্ড, পাতা ও বীজ নানা রোগে কাজে লাগে। বাহ্যিক রক্তক্ষরণে আক্রান্ত স্থানেে এর পাতা পরিষ্কার করে ধুয়ে রস করে লাগালে রক্তক্ষরণ বন্ধ হয়। ফোড়া ফাটা তে এই গাছের শিকড় বাটার প্রলেপের কোনো বিকল্প নেই। এর মূল দিয়ে দাঁতন করতে দেখেছি অনেককে।

বৈজ্ঞানিক নামঃ Achyranthes aspera

গোত্রঃ Amaranthaceae

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here