বিয়েশাদীতে যে বীজটা লাগে তা হয়তো অনেকেই দেখেছেন। কিন্তু ফুলটা অনেকেই দেখেন নি। এই সেই গিলা ও তার ফুল!

Mucuna gigantea [left], Castanospermum australe [mid] and Entada rheedii, Black Scrub, near Townsville, QLD, 25/08/15

বিয়ের বাড়িতে হলুদ, মেহেদীর পাশাপাশি এই গিলা বাটা হয়। দেশের কোথাও কোথাও এখনও গায়েহলুদের অনুষ্ঠানে গিলার বীজ ব্যবহারের প্রচলন রয়েছে।

গিলালতার খ্যাতি মূলত তার ফলের জন্যই। কারণ লতানো গাছে এমন দীর্ঘাকৃতির ফল সচরাচর দেখা যায় না। জানামতে, শিম পরিবারে এটাই সবচেয়ে বড় ফলের গাছ। আমাদের দেশে দর্জিরা কাপড়ে চিহ্ন দেওয়ার কাজে গিলার বীজ ব্যবহার করে থাকেন।

গিলা লতা কাষ্ঠল গুল্ম আরোহী লতা জাতীয়  উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম Entada rheedii ।  এটি Mimosaceae পরিবারের অন্তভূক্ত।   ফলে ১০-১৫ টি করে বীজ থাকে এবং বীজ গুলো চ্যাপ্টা গোলাকার  শক্ত ও গাঢ় লালচে বর্ণের। 

গিলালতা চমৎকার ঔষধি গুণসম্পন্ন একটি গাছ। গিলালতার বীজের শাঁস জ্বরে, বাহ্যিক ক্ষত সারাতে এবং চর্মরোগে বেশ কার্যকর একটি মহৌষধ। তা ছাড়া জন্ডিস, দাঁতব্যথা ও আলসারে গিলা গাছের ছাল সিদ্ধ করে সেই ক্বাথ নিয়মিত ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here