কাংলিং : পায়ের হাড়ের বাঁশী আর বুদ্ধ পুজো |
এই ভিডিও থেকে আপনি কি কি জানতে পারবেন ? প্রথমত , আপনি দার্জিলিং এর মানুষ বুদ্ধ পূর্ণিমার দিন কীভাবে পুজো করে সেটা দেখতে পারবেন । কীভাবে ছাবি ও টিং ব্যাবহার করে ভগবান বুদ্ধ কে লিকার চা ও জল দেওয়া হয় । এছাড়াও দেখতে পারবেন একটি সুন্দর ঠাকুর ঘর । রিন্সাং খাংসার হোমস্টের ভিতরটা কেমন , এটা জানতে পারবেন । আর সর্বোপরি আপনি দেখতে পারবেন কাংলিং বাঁশি । মানুষের পায়ের ফিমার দিয়ে তৈরি এই বাঁশী বাজিয়ে বুদ্ধদেবের পুজো করা হয় । এছাড়াও ডমরু ও অন্যান্য বাদ্যযন্ত্র দেখতে পাবেন ।